Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়ার বোন

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১০, ২০২২, ০২:৫৫ পিএম


প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়ার বোন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর এমন বক্ত্যের পর প্রস্তুতি নিচ্ছে খালেদা জিয়ার পরিবার।

শনিবার (১০ সেপ্টেম্বর) খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে বলেন, বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে আমরা পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রস্তুতি নিচ্ছি। তিনি অত্যন্ত অসুস্থ, তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া জরুরি।

উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপাসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন। করোনা মহামারিতে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া।

শর্ত দুটি হলো তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন এবং বিদেশে যেতে পারবেন না। মুক্তির আগে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেন।

এবি

Link copied!