Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

পূজামণ্ডপে স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১১, ২০২২, ০২:২০ পিএম


পূজামণ্ডপে স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশব্যাপী দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে এক সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এবার সব মণ্ডপে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য থাকবে। প্রতিটি মণ্ডপ সিসিটিভি থাকা বাধ্যতামূলক। নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি, ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে।

এবি

Link copied!