Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৩:৩০ পিএম


খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবার তার জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন। চিঠিতে তিনি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতির অনুরোধ করেছেন।

চিঠিটি আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, ম্যাডামের মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেয়া হয়েছে। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজয় কান্তি সরকার ও বেগম জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এর আগে গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। উল্লেখ্য, চলতি মাসের ২৬ তারিখ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে।

এবি

Link copied!