সেপ্টেম্বর ১৫, ২০২২, ০২:৪২ পিএম
জ্বালানি, নিত্য-পণ্যে মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে নুরে আলম, আব্দুর রহিম ও শাওনের মৃত্যুর প্রতিবাদে বেলা ৩ টা মিরপুর ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠ এ সমাবেশ হওয়ার কথা। সমাবেশে বিএনপির নেতা কর্মীরা আসতে থাকলে আওয়ামী লীগ পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষ ও দাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলতে দেখা গেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির আমার সংবাদকে বলেন,আমি আমান ভাই ও আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। হামলার ঘটনা শুনেছি। এখনো বিস্তারিত জানি না।
ইএফ