Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নতুন বাংলা গড়ার অন্যতম সৈনিক ছিলেন শাহ মোয়াজ্জেম: রওশন

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৭:৩৭ পিএম


নতুন বাংলা গড়ার অন্যতম সৈনিক ছিলেন শাহ মোয়াজ্জেম: রওশন

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় শাহ মোয়াজ্জেম হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এই বিরোধীদলীয় নেতা।

শোকবার্তায় রওশন এরশাদ বলেন, শাহ মোয়াজ্জেম ছিলেন পুরোদস্তুর রাজনীতিবিদ। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আজীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে উৎসর্গ করে গেছেন শাহ মোয়াজ্জেম।

রওশন এরশাদ বলেন, নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন সহযাত্রী ছিলেন তিনি। জাতীয় পার্টির রাজনীতিতে তার কর্মকাণ্ড ও অবদান স্মরণীয়। শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে রাজনীতিতে যে ক্ষতি হয়েছে, তা সহসাই পূরণ হওয়ার নয়।

অনুরূপ শোকবার্তায় সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

Link copied!