Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

রাস্তায় না নেমে সংকট থেকে উত্তরণ সম্ভব নয়: খন্দকার মোশাররফ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৯:১৫ পিএম


রাস্তায় না নেমে সংকট থেকে উত্তরণ সম্ভব নয়: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাস্তায় না নেমে দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। রাস্তায় না নেমে এই মহাসংকট থেকে উত্তরণ সম্ভব নয়। গণতন্ত্রকে হত্যাকারীরা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশে যে এখন গণতন্ত্র নেই, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই সরকারের কারণে দেশ আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জণগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। এজন্যই দেশের আজ এই অবস্থা।

খন্দকার মোশাররফ বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। অর্থনীতি আজ ধ্বংসের শেষ সীমায়। আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।

এবি

Link copied!