Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

দেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: ফখরুল

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৩:১৮ পিএম


দেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিকে সামনের দিকে নিয়ে যায় ঐক্য, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছিলেন। ’

৭৫ সালে এসে তিনি সেই বিভক্তি দূর করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে নিয়ে গিয়েছিলেন। এখান থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। এটা কি একা বিএনপির দায়িত্ব। সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটিতে ড. মোশাররফ ফাউন্ডেশন আয়োজিত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকার গোটা জাতিকে গত ১২ থেকে ১৫ বছরে বিভক্ত করে ফেলেছে। এমন একটা জায়গা পাবেন না যেখানে আপনি দেখবেন যে বিভক্তি নেই।

মসজিদের কমিটি সেখানে ভাগ, স্কুলের কমিটি সেখানেও ভাগ, মাদ্রাসার কমিটি সেখানেও ভাগ, গানের স্কুলে সেখানেও ভাগ, বিশ্ববিদ্যালয়েও সেখানে ভাগ, কলেজেও ভাগ- সবখানে ভাগ। 

তিনি বলেন, ‘আমি মাঝে মধ্যে বলি, সময়টাই মনে হচ্ছে যে একটা নষ্ট সময়, এটা একটা নষ্ট সময়। সব কিছুকে এরা (সরকার) নষ্ট করে ফেলছে। এমন কোন জায়গা নেই যেখানে মিথ্যাচার ও দুর্নীতি নেই।

ফখরুল বলেন, আপনি বিচারালয় যান বিচার পাবেন না, আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারীর কাছে যাবেন নিরাপত্তার জন্য সেখানে নিরাপত্তা পাবেন না, আগে বলবে- তুমি বিএনপি করো না আওয়ামী লীগ করো। 

যদি বিএনপি করো কোনো কিছু হবে না, উপরন্তু আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। ঢাকা দক্ষিণে ছাত্রদলের তিনজন কর্মী রাতে বাসায় যাচ্ছিল ওই সময়ে তাদেরকে আক্রমণ করে আহত করা হয়েছে। মামলা দিতে গেলে উল্টো ওদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে ‘ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশনে’র উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ৪ সেপ্টেম্বর মারা যান গাজী মাজহারুল আনোয়ার।

গাজী মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য জীবন-কর্ম তুলে ধরেন বিএনপি মহাসচিব ও ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, গাজীপুরের সভাপতি ফজলুল হক মিলন, জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এম আবদুল্লাহ, প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিনী জোহরা গাজী ও ছেলে সরফরাজ আনোয়ার উপল বক্তব্য রাখেন।

 

টিএইচ

Link copied!