Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জিএম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রওশনের

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৮:৩৫ পিএম


জিএম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রওশনের

দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে জাপা কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তৃতা করেন রওশন এরশাদ। এসময় তিনি এ আহ্বান জানান।

বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও রওশন এরশাদের ডাকা সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্যসচিব গোলাম মসীহের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রওশন এরশাদ বলেন, হিন্দু মহাজোটের একাংশের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাপা চেয়ারম্যান অগণতান্ত্রিক ভাষায় পার্টির নেতাদের ফায়ার করবেন বলে হুমকি দেন, যা শিষ্টাচার বহির্ভূত। পার্টির চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য দেশজুড়ে লাখ লাখ এরশাদপ্রেমী নেতাকর্মীকে আহত করে।

জাপার প্রধান পৃষ্ঠপোষক বলেন, আগামী ২৬ নভেম্বর ডাকা পার্টির জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে এরশাদপাগল নেতাকর্মীরা অংশ নেবেন। তারা পল্লীবন্ধুর রেখে যাওয়া জাতীয় পার্টির আদর্শে উদ্ভাসিত হয়ে গণমানুষের বিরাজমান সমস্যাগুলো উপস্থাপন করবেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যদের উদ্দেশে রওশন এরশাদ বলেন, আপনারা জনগণের স্বার্থ সংরক্ষণের ভ্যানগার্ড। আগামী দিনে আমাদের বিজয় নিশ্চিত ইনশাল্লাহ।

এসময় কারও উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান রওশন এরশাদ।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব গোলাম মসীহের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, সাবেক এমপি এম এ গোফরান, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, ইকবাল হোসেন রাজু, সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক এমপি নুরুল ইসলাম মিলন, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ও শ্রমিক নেতা শাহ আলম তালুকদার প্রমুখ।

এদিকে, আগামী ২৬ নভেম্বরের সম্মেলন সফল করতে সভায় ঢাকা মহানগর সমন্বয় কমিটিসহ ১১টি সাংগঠনিক টিম ও ২২টি উপকমিটি গঠন করা হয়।

 

 টিএইচ

Link copied!