Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শাহ মোয়াজ্জেম বাংলাদেশের ইতিহাসের অংশ: মোশাররফ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৭:৩৭ পিএম


শাহ মোয়াজ্জেম বাংলাদেশের ইতিহাসের অংশ: মোশাররফ

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের ইতিহাসের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের বাসভবনে কুলখানি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ছাত্র রাজনীতির এক কিংবদন্তি ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যু একটি ইতিহাসের সমাপ্তি হলো।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাবেক মন্ত্রী এহসানুল হক মিলন, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপি (একাংশ) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তফিজুর রহমান মোস্তফা, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ফরিদ হোসেন ভুইয়া, জাতীয় পার্টি-জাপা সাবেক অতিরিক্ত মহাসচিব মো. আনোয়ার হোসেন, জাপা পেরসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জিনাফ সভাপতি মিয়া মো. আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া সম্রাট, জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মরহুম নেতার ব্যক্তিগত সহকারী এইচ এম সাইফ আলী খানসহ অনেক নেতা-কমী উপস্থিত ছিলেন।

সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেন।

এবি

Link copied!