Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরকারের অত্যাচারের পরও বিএনপি মাঠে আছে: রুমিন ফারহানা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০২:৫১ পিএম


সরকারের অত্যাচারের পরও বিএনপি মাঠে আছে: রুমিন ফারহানা

বিএনপির এমপি রুমিন ফারহানা বলেছেন, বিএনপি এখনও আন্দোলনের মধ্যেই আছে, গত ১৫ বছর ধরে আন্দোলনের মধ্যেই ছিল। 

এত দমন পীড়নের পরও দলটির রাজনৈতিক কর্মসূচিতে যত নেতাকর্মী জড়ো হয় অন্য কোনো দলে এত কর্মী আসে না। জাতীয়তাবাদী দল বিএনপি মাঠে আছে, থাকবে।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে এককক্ষ বিশিষ্ট সংসদ থাকবে না, দুইকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা হবে। পুলিশ সরিয়ে দিলে আওয়ামী লীগ কতক্ষণ টিকে থাকতে পারবে সেটি একটা বড় প্রশ্ন বলেও মন্তব্য করেন রুমিন ফারহানা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর একটি হোটেলের কনফারেন্স রুমে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ‘জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সমাজের নানা শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে দলটির মিডিয়া সেলের আয়োজনে ধারাবাহিক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীতে। 

এতে অংশ নিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

উপস্থিত ছিলেন মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, রুমিন ফারহানা এমপি, সাংবাদিক কাদের গনি চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, সাংবাদিক আলী মাহমুদসহ রাজশাহী বিভাগের বিশিষ্ট সুধী সমাজ, স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ।

টিএইচ

Link copied!