Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

লাঠিসোঁটা দিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না: পরিকল্পনামন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৬:৫১ পিএম


লাঠিসোঁটা দিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না: পরিকল্পনামন্ত্রী

লাঠিসোঁটা দিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না বলে মন্তব্য করেছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এম এ মান্নান বলেন, দ্রব্যমূল্য কমাতে আলোচনার টেবিলে আসতে হবে। সভ্যতা-ভব্যতার পথে আসতে হবে। সবাইকে আলোচনার পথে আসতে হবে। আসুন, আলোচনা করি।

তিনি বলেন, কাগজে রাজনৈতিক সংঘর্ষের খবর দেখি। এটি লুকানোর বিষয় নয়। আকাশে কালো মেঘ আছে, কিন্তু তাতে বৃষ্টি হবে না। তবে ঝড় কারও জন্যই মঙ্গলজনক নয়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনার কৌশলে দেশের কল্যাণ হচ্ছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় দেশের প্রবৃদ্ধি বেড়েছে, খাদ্যঘাটতি কমেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। খাদ্য উৎপাদন ও সাক্ষরতার হার বেড়েছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, কোথাও যেতে এখন আর থামতে হয় না। যেখানেই গাড়ি চালিয়ে যাবেন- একটি খাল পার হতেও সমস্যা হবে না। সব খানে সেতু ও কালভার্ট আমরাই করেছি।

এবি

Link copied!