Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রওশন এরশাদকে ভুল বোঝানো হচ্ছে: জিএম কাদের

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩, ২০২২, ০৪:৪১ পিএম


রওশন এরশাদকে ভুল বোঝানো হচ্ছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই, রওশন এরশাদকে ভুল বোঝানো হচ্ছে। আমরা এসব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। জাতীয় পার্টি এখন আগের থেকে অনেক বেশি সংগঠিত। শুধু চেহারার পরিবর্তন হলেই রাজনীতির পরিবর্তন হবে না, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে জাতীয় পার্টি কাজ করছে। আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন এই সরকারের আমলে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়,সরকার সুষ্ঠু নির্বাচনে জরগণের আস্থা হারিয়েছে।  

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, আসন্ন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আমরা বর্তমান মেয়রকেই মনোনয়ন দিয়েছি। লাঙল প্রতীক মোস্তাফিজার রহমান মোস্তফার। অন্য কারো দাবি করার সুযোগ নেই।

এসময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সৈয়দপুর এয়ারপোর্ট থেকে বরণ করে রংপুরে নিয়ে আসেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জিএম কাদের রংপুর-লালমনিরহাট ৫ দিনের সফরে এসেছেন।

এবি

Link copied!