Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢামেকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৭, ২০২২, ০৬:২৪ পিএম


ঢামেকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে কর্মসূচি আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 

হামলা চালিয়ে ওই কর্মসূচি পণ্ড করে দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলায় অধিকার পরিষদের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তারা সবাই বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ছাত্রলীগের হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানও তাদের ওপর হামলা করা হয়।

সেখান থেকে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসাইনসহ ১৫ নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে।

তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

এর আগে, ইয়ামীন মোল্লা বলেছিলেন, ছাত্রলীগের হামলায় আমাদের মোট ১২ জন আহত হয়েছেন। তাদেরকে দেখতে ঢাকা মেডিকেল আসলে ছাত্রলীগ এখানেও হামলা করে। আমি ঢাকা মেডিকেলের একটি কক্ষে আবদ্ধ অবস্থায় আছি। বাইরে ছাত্রলীগকর্মীরা হট্টগোল করছে।

টিএইচ

Link copied!