Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে বিএনপির সংবাদ সম্মেলন

‘অতি উৎসাহী’ পুলিশের তালিকা তৈরি করুন: আমির খসরু

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৩, ২০২২, ০৪:২৮ পিএম


‘অতি উৎসাহী’ পুলিশের তালিকা তৈরি করুন: আমির খসরু

পুলিশের ‘অতি উৎসাহী’ সদস্যের তালিকা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি পুলিশকে আবারও বাংলাদেশের সংবিধান পড়ে নেয়ার অনুরোধ করেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নগরীর নাসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে বুধবারের গণসমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে আমির খসরু বলেন, ‘পুলিশ নাকি বিএনপির নেতা-কর্মীদের তালিকা করছে। অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।’

কিছু পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যরা যে সংবিধানের বিধান অনুযায়ী শপথ গ্রহণ করে চাকরি নিয়েছেন সেই সংবিধান মনে হয় ভুলে গেছেন। 

তারা কী জানেন না দেশের সংবিধান অনুযায়ী যে কোন দলের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। তারা কী সেটি জানেন না? তাদের আবারও সংবিধান পড়ে নেয়ার দরকার আছে। 

আমি তাদের বলব আবারও সংবিধান পড়ে নিতে। কেননা তারা যদি সেটি ভুলে যান এবং বারবার একই ভুল করতে থাকেন তাহলে দেশের জনগণ সেটি মেনে নিবে না।’

বাধা-বিপত্তি-হামলা উপেক্ষা করে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে গত বুধবার (১২ অক্টোবর) মহাসমাবেশ সফল করায় বিএনপির নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু বলেন, সমাবেশে আসার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা। তাদের সঙ্গে যোগ দেন পুলিশের অতি উৎসাহী কিছু সদস্য। 

সমাবেশের আগের দিন বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রায় অর্ধশত নেতা-কর্মীকে।  তিনি এসব বন্ধ করতে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলাল, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।

প্রসঙ্গত, নিত্যপণ্যের দামবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভাগীয় গণসমাবেশ করে চট্টগ্রাম বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টিএইচ

Link copied!