Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কলোম্বিয়ায় বাস দুর্ঘটনা: নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৬, ২০২২, ০৯:৫৬ এএম


কলোম্বিয়ায় বাস দুর্ঘটনা: নিহত ২০

কলোম্বিয়ায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

রবিবার (১৬ অক্টোবর) দেশটির দক্ষিণপশ্চিমঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের মধ্যে তিন বছরের এক মেয়ে শিশু এবং আট বছরের এক ছেলে শিশু রয়েছে।

তদন্তকারীরা ধারণা করছে ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

প্রাথমিক তদন্তে জানানো হয়েছে অতিরিক্ত গণ কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সূত্র: আল জাজিরা

এবি

Link copied!