Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৮, ২০২২, ১০:৩২ এএম


শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ

বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

১৯৬৪ সালের এই দিনে, ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, পরিবারের সাথে মাত্র ১০ বছর বয়সে শহীদ হন শেখ রাসেল। সে সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ছিলেন।

‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বাণীতে বলেন, আর কোন শিশু যেন শেখ রাসেলের মতো নৃশংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। রাসেলের চেতনায় আজকের শিশুদের গড়ে তোলার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবি

Link copied!