Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে: হানিফ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৮, ২০২২, ১২:৫৯ পিএম


শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিৎ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন হানিফ।

তিনি বলেন, যতদিন জনগণ চাইবে ততদিন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকবে। এতে অন্যের মাথাব্যথা হওয়া বা মনে জ্বালা হওয়ার কোন কারণ নেই।

হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রামের দল। আওয়ামী লীগ কখনো অন্য সংগঠনের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হওয়ার দল নয়। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। এই শেকড় সহজে উপড়ানো যায় না।

এ সময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি

Link copied!