Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ওরা ক্ষমতায় গিয়ে আ.লীগকে কচুকাটা করতে চায়: মন্নাফী

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৮, ২০২২, ০১:১৯ পিএম


ওরা ক্ষমতায় গিয়ে আ.লীগকে কচুকাটা করতে চায়: মন্নাফী

মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে  দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী বলেছেন, ওরা (বিএনপি-জামায়াত) যেকোনভাবে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কচুকাটা করতে চায়। এজন্য উম্মাত হয়ে আছে। ওরা শেষ খেলা খেলতে চায়। এদেরকে (বিএনপি-জামায়ত) আমরাও ছাড় দিবো না।  আমরাও তাদের দেখে নিবো।  এজন্য মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত আছে।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তানে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার সভাপতির  বক্তব্য তিনি এসব কথা বলেন।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুপুত্র রাসেলকে অনেক ভালোবাসতেন।  তিনি রাসেলকে সব সময় কাছে কাছে রাখতেন।  রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতেন।  শেখ রাসেল বঙ্গবন্ধুর সন্তান।  প্রধানমন্ত্রীর সন্তান।  এমন অহংকার তার মধ্যে ছিল না।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির বলেন, শিশু রাসেল ছিলেন আদর্শের প্রতীক। কিন্তু ছোট্ট শিশুকে হত্যাকারীরা নির্মম ভাবে হত্যা করেছে। এমন হত্যা কান্ড পৃথিবীর ইতিহাসে নেই।  

আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি দীলিপ কুমার রায়, হেদায়েতুল ইসলাম স্বপ্নন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী মোরশেদ কামাল, দীলিপ কুমার রায়, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও  প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

এবি

Link copied!