Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে: দুদু

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২২, ২০২২, ০৩:৩৪ পিএম


নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে। এর বাহিরে অন্য কিছু হতে দেয়া হবেনা।

জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতি, নুরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধান, শহীদুল শাওন ও আব্দুল আলিমসহ গুম-খুন-হামলা-মামলা, দুর্নীতি-দুঃশাসনের প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শনিবার (২২ অক্টোবর) খুলনা শহরের সোনালী ব্যাংক চত্ত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।  

দুদু বলেন, শেখ হাসিনার অধিনে কোনো নির্বাচন হবে না হতে দেয়া হবে না। তিনি নেতাকর্মীদের বলেন, সরকার বাধা দিয়েছে। 

আপনারা সেই বাধা উপেক্ষা করে কষ্ট করেছেন, ভালোবাসা দেখিয়েছেন এতে স্পষ্ট সামনে সব আন্দোলন সফল হবে। 

মঞ্চে বিএনপি মহাসচিবসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

টিএইচ

Link copied!