Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

ক্ষমতা নয় আইনের শাসন প্রতিষ্ঠা চাই: মঈন খান

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২২, ২০২২, ০৩:৪৪ পিএম


ক্ষমতা নয় আইনের শাসন প্রতিষ্ঠা চাই: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, বিএনপি এখন ক্ষমতার জন্য রাজনীতি করছে না। বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা চায়।

জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতি, নুরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধান, শহীদুল শাওন ও আব্দুল আলিমসহ গুম-খুন-হামলা-মামলা, দুর্নীতি-দুঃশাসনের প্রতিবাদে ও  বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শনিবার (২২ অক্টোবর) খুলনা শহরের সোনালী ব্যাংক চত্ত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।  

মঈন খান বলেন, এই সরকার কোটি টাকা লুট করেছে। গরিবের রক্তচুষে অপশাসন চালাচ্ছে। তা আর মেনে নেব না। আমরা রাজপথে নেমেছি, রাজপথে থাকবো, যতক্ষণ অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ মাঠ ছাড়বো না।

সাবেক এই মন্ত্রী বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের জন্য আন্দোলন চলবে। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। স্বৈরাচারী সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এটিই আমাদের আমাদের প্রধান উদ্দেশ্যে।  

মঞ্চে বিএনপি মহাসচিবসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।
টিএইচ

Link copied!