Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জি এম কাদেরের চেয়ার কেউ রক্ষা করতে পারবে না: রাঙ্গা

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৩, ২০২২, ০৮:১৮ পিএম


জি এম কাদেরের চেয়ার কেউ রক্ষা করতে পারবে না: রাঙ্গা

জি এম কাদেরের চেয়ার কেউ রক্ষা করতে পারবে না। আসন্ন অধিবেশনে জাতীয় সংসদে জি এম কাদেরের উপনেতার আসনটি সরে যাবে বলে মন্তব্য করেছেন, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

রোববার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি (রওশনপন্থি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, আসন্ন অধিবেশনে সংসদে বেগম রওশন এরশাদের চেয়ারের পাশে তিনি আর বসতে পারবেন না। সেখানে বসবেন অন্য কেউ। আগামী ২৬ নভেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির নেতৃত্বের পরিবর্তন হবে। সেখানে বিদায় নেবেন জি এম কাদের। তিনি জাতীয় পার্টির অবৈধ চেয়ারম্যান। পার্টির সাইনবোর্ড ব্যবহার করে মনোনয়ন বাণিজ্য করছেন।

এস এম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যাপক নুরুল ইসলাম, এম এ গোফরান, মিজানুর রহমান, অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।

এবি

Link copied!