Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

গণতন্ত্র অস্বাভাবিক সরকার গঠনের অধিকার দেয় না: শিরীন

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৭, ২০২২, ০৫:৫৩ পিএম


গণতন্ত্র অস্বাভাবিক সরকার গঠনের অধিকার দেয় না: শিরীন

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, বিএনপির উদ্দেশে বলতে চাই, দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। গণতন্ত্র মিছিলের অধিকার দেয়, অস্বাভাবিক সরকার গঠনের অধিকার দেয় না।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার এসব কথা বলেন।

গণতন্ত্র আন্দোলনের অধিকার দেয়, আগুন সন্ত্রাসের অধিকার দেয় না। এদেশে আর কোনো তালেবানি সরকার তৈরি করতে দেওয়া হবে না।  

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধুয়া তুলে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।  

দেশ সংকটের মধ্যে আছে উল্লেখ করে শিরীন আখতার বলেন, সংকটের এ সময় কঠিন ঐক্যের প্রয়োজন। ১৪ দলকে আরও শক্তিশালী করতে হবে।  

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, দীর্ঘ ৫০ বছর জাসদ বাংলাদেশের মেহনতি ও সর্বসাধারণের কথা বলেছে।

শিরীন আখতার বলেন, সমাজতন্ত্রের পথেই হাঁটতে হবে। উন্নয়ন ও অগ্রগতির জন্য সমাজতন্ত্রের বিকল্প নেই।  

ছাগলনাইয়া উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমীন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ছাগলনাইয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এবি

Link copied!