Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বঙ্গবন্ধু হত্যার সমর্থনকারীদের সঙ্গে কোনো আপস নয়: আইনমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৮, ২০২২, ০৮:৫৬ পিএম


বঙ্গবন্ধু হত্যার সমর্থনকারীদের সঙ্গে কোনো আপস নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, তাদের সমর্থনকারীদের সঙ্গে কোনো আপস নয়।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে আইনমন্ত্রীর বাবা অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। সেই বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তাদের দোসরদের সঙ্গে আমাদের কোনো আপস নেই। যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের মোকাবিলা করতে হবে। ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বেইজ্জতি আমরা হতে দেব না।

কসবা পৌর মেয়র এমজি হাক্কানীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন ও যুগ্ম আহ্বায়ক কাজী মানিক প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবি

Link copied!