Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পানি ঘোলা করেই বিএনপি নির্বাচনে আসবে: কাদের

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩০, ২০২২, ১০:৫৩ এএম


পানি ঘোলা করেই বিএনপি নির্বাচনে আসবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলছে নির্বাচনে আসবে না।  কিন্তু সময় হলে তারা ঠিকই নির্বাচনে আসবে।  পানি ঘোলা করেই নির্বাচনে আসবে।

রোববার (৩০ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা (আওয়ামী লীগ) কারো সাথে কোনো পাল্টাপাল্টি সমাবেশ করি না।  বিএনপির সমাবেশ শুরুর আগে থেকে আওয়ামী লীগের জেলা, উপজেলা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের সম্মেলন হচ্ছে। গতকাল ঢাকা জেলার সম্মেলনের তারিখও আগে থেকেই  নির্ধারণ করা ছিল। এখানে বিএনপির সাথে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ার কিছু নাই।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে বিএনপি।  সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটিয়েছে বিএনপি। এখন তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করতে চায়। তাদের আগুন সন্ত্রাস করতে দেয়া হবে না। আন্দোলন করুন। সমস্যা নেই। বাধা দেয়া হবে না।  

আওয়ামী লীগের একটি নেতাকে ঘরে থাকতে দেয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে থাকতে দেয়া হয়নি। কিন্তু আওয়ামী ক্ষমতায় কজন বিএনপির নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছে। বিএনপির নেতারা তো এখনও এসি ঘরে থাকছে। আবার তারা বড় বড় বক্তৃতা করেন।  

পরিবহন শ্রমিকরা বিএনপির আগুন সন্ত্রাস ভয় পায় বলেন তাদের সমাবেশে পরিবহন বন্ধ রাখছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।  

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

ইএফ

Link copied!