Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আ.লীগের সম্মেলনে উপলক্ষে ১১ টি উপকমিটি গঠন

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩০, ২০২২, ১১:৫১ এএম


আ.লীগের সম্মেলনে উপলক্ষে ১১ টি উপকমিটি গঠন

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে ১১টি উপকমিটির গঠন করা হয়েছে ।  প্রতিটা উপকমিটিতে একজন আহ্বায়ক  ও একজন সদস্য সচিব দিয়ে এ কমিটির গঠিত হয়ে। পরবর্তীতে আহবায়ক ও সদস্য সচিব এর নিজস্ব চাহিদা মত উপকমিটির সম্পূর্ণ করা হবে।

১১টি উপকমিটির সদস্যরা হলেন, অভ্যর্থনা উপ কমিটি আহবায়ক শেখ ফজলুল করিম সেলিম, সদস্য সচিব ডাঃ দীপু মনি, অর্থ উপকমিটির আহবায়ক কাজী জাফরুল্লাহ চৌধুরী, সদস্য সচিব রহমান আশিকুর রহমান, ঘোষণাপত্র উপকমিটির আহবায়ক  শেখ ফজলুল করিম সেলিম, সদস্য সচিব আব্দুর রহমান,

গঠনতন্ত্র উপকমিটির আহবায়ক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য সচিব,

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক,মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু সদস্য সচিব,ড. আবদুস সোবহান গোলাপ এমপি,

স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক   আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সদস্য সচিব আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।

মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহবায়ক  জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি।

সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক  আতাউর রহমান, সদস্য সচিব 
অসীম কুমার উকিল এমপি।

খাদ্য উপ কমিটির  আহবায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সদস্য সচিব  অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

স্বাস্থ্য উপ-কমিটির আহবায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা।


ইএফ

Link copied!