Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

১০ ডিসেম্বর রাজপথ জনগণের দখলে থাকবে: আমান

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৫, ২০২২, ০২:১৭ পিএম


১০ ডিসেম্বর রাজপথ জনগণের দখলে থাকবে: আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন ডেকে লাভ নেই। ১০ তারিখ রাজপথ জনগণের দখলে থাকবে। থাকবে আন্দোলনকারীদের দখলে।

শনিবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ  কথা বলেন ।

তিনি বলেন, সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে না দাবি করে মূলত মিথ্যাচার করছে। বিভিন্নস্থানে হামলা করে বরিশালের গণসমাবেশ পণ্ড করার চক্রান্ত করেছে সরকার৷ সকালে ইশরাকের গাড়িবহরেও হামলা করা হয়েছে।

আমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথের আন্দোলনে ফয়সালা করা হবে। সরকার এমনি এমনি যাবে না, আন্দোলনে পতন ঘটাতে হবে সরকারের৷ বরিশাল অবরুদ্ধ থাকলেও জনসমুদ্রে পরিণত হয়ে়ছে। বিএনপি কর্মীদের গ্রেফতার করে, মামলা সচল করে লাভ হবেনা, আন্দোলনে দেশ অচল করার হুঁশিয়ারি। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন করতে দেয়া হবে না।তাদের দুঃস্বপ্ন জনগণ পূরণ করতে দেবেনা। গুলি আসলেও পিছপা হবেনা বিএনপি।


ইএফ

Link copied!