Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মানুষ এই স্বৈরাচার সরকারের পতন চায়: মান্না

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৬, ২০২২, ০৩:১৭ পিএম


মানুষ এই স্বৈরাচার সরকারের পতন চায়: মান্না

গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ এই স্বৈরাচার সরকারের পতন চায়, এই পতন হতে হবে, এরপর ক্ষমতায় যে-ই আসুক, জনগণ যেন তাদের অধিকার ফিরে পায়।

রোববার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম।

এবি

Link copied!