Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হঠাৎ রাজধানীতে ইসলামী আন্দোলনের শো-ডাউন

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১০, ২০২২, ০১:১১ পিএম


হঠাৎ রাজধানীতে ইসলামী আন্দোলনের শো-ডাউন

পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা পুনর্বহাল, শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করাসহ ১০ দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মরক লিপি প্রদান করে ধর্মভিত্তিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, শিক্ষা একটি জাতির সভ্যতার মাপকাঠি। সুশিক্ষা ব্যতীত কোন জাতি সভ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। 

তিনি বলেন, ২০২১ সালের শিক্ষা কারিকুলামে উচ্চমধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয় শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে। ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষায়ও ইসলাম শিক্ষা বাদ দিয়ে ধর্মকে গুরুত্বহীন করে ফেলেছে সরকার। 

তিনি সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, যদি আমাদের দাবি না মানা হয় তাহলে অন্যান্য ইসলামি দলের সমন্বয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।

১০ দফা দাবি হলো-

১. শিক্ষা কারিকুলাম প্রণয়নে অভিজ্ঞ আলেমদের সম্পৃক্ত করা। 
২. শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক ও পরীক্ষার ব্যবস্থা করা। 
৩. ডারউইনের ভ্রান্ত মতবাদ ও দর্শন শিক্ষা থেকে বাদ দেওয়া। 
৪. পাঠ্য পুস্তকে ইসলামি বিশ্বাস বিরোধী ধরনা ও শব্দ বাদ দিতে হবে। 
৫. প্রাথমিক ও মাধ্যমিকে কুরআন শিক্ষাকে অন্তর্ভুক্ত করা। 
৬. শিক্ষানীতি ২০১০ মাদ্রাসা শিক্ষক দ্বারা সংস্কর করা। 
৭. নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি তৈরির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য নিজ নিজ ধর্মীয় শিক্ষা ব্যবস্থা করা। 
৮. বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান ও ইতিহাস বই থেকে বিতর্কিত প্রবন্ধ বাতিল করা। 
৯. পাঠ্য বইয়ে অশ্লীল চিত্র বাদ দেওয়া। 
১০. ধর্মীয় চেতনার অনুকুল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা।

স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, ইঞ্জি আশরাফুল আলম, সহকারী মহাসচিব ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাও. আহমদ আবদুল কাউমুম প্রমুখ।

টিএইচ

Link copied!