নভেম্বর ১০, ২০২২, ০৭:৩৮ পিএম
দুর্নীতির মাধ্যমে রিজার্ভ ফাঁকা করে এখন আইএমএফের ঋণ নিয়ে সরকার জনগণের কাঁধে বোঝা চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আইএমএফের কাছ থেকে ঋণ পেয়ে ডুগডুগি বাজাচ্ছেন। আগে বলেছিলেন, আইএমএফের ঋণ লাগবে না। তাহলে এখন কেন আইএমএফের লোন নিচ্ছেন? কারণ দুর্নীতি করে রিজার্ভ ফাঁকা করে ফেলেছেন। সামনে আইএমএফের লোন পরিশোধ করবেন কীভাবে? এ ঋণ তো জনগণের কাঁধে বোঝা হয়ে থাকবে।’
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ করা হয়।
বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এ কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবক দল।
অর্থপাচার করে বিদেশে ব্যবসা করার হিড়িক পড়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘একটি দেশে বাংলাদেশিদের বিনিয়োগের হিড়িক পড়েছে। সেখানকার শেয়ার ব্যবসাসহ নানান জায়গায় বাংলাদেশিরা বিনিয়োগ করছে।’
বিরোধী দল দমনে সরকার গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনদের হাতিয়ার হচ্ছে মামলা দেওয়া। পুরনো যেসব মামলা ছিল, সেগুলো সচল করা হচ্ছে। ১৪ বছর ধরে একই খেলা চলছে। মামলা দিয়ে আর দমানো যাবে না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করার পুরোনো অপচেষ্টায় লিপ্ত সরকার। সবাইকে সতর্ক থেকে জনগণের দাবি আদায়ে মনোযোগ দিতে হবে।
জিয়াউর রহমানের মাজার সরিয়ে নেওয়ার কথা বলে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি এটাকে হালকাভাবে নিচ্ছে না। এর মাধ্যমে জনগনের নজর ভিন্ন দিকে নেওয়ার অপচেষ্টা হচ্ছে। বিএনপি তা তা হতে দেবে না।’
তিনি আরও বলেন, ‘গুম ,খুন, নিখোঁজ পরিবারের সদস্যদের দিয়ে ১০ বছর আগে মায়ের ডাক নামে একটি সংগঠন হয়। এখন এর বিপরীতে মায়ের কান্না তৈরি করেছেন পুরোনো কল্প-কাহিনির ইস্যুকে সামনে এনে চক্রান্ত করা হচ্ছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এ আন্দোলন ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত করছে তারা।’
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় এবং সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মুস্তাফিজুর রহমান, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
টিএইচ