Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিরপেক্ষ রেফারিতে বিএনপি খেলতে প্রস্তুত: দুলু

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১০, ২০২২, ০৭:৪৬ পিএম


নিরপেক্ষ রেফারিতে বিএনপি খেলতে প্রস্তুত: দুলু

বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিরপেক্ষ রেফারিতে বিএনপি খেলতে প্রস্তুত।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাদ দিয়ে মাঠে আসেন, আমরা নিরপেক্ষ রেফারিতে খালেদা জিয়ার নেতৃত্বে খেলতে প্রস্তুত। কোন মাঠে খেলতে চান দিন ঠিক করেন। আমরাও খেলতে চাই, খেলা হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর নাইস কনভেনশন হলে এক সভায় তিনি এ কথা বলেন।

একই সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খেলা হবে রাজশাহীতে। কোনোভাবেই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন।

এবি

Link copied!