Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির দুদিনের কর্মসূচি

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৪, ২০২২, ০৬:০১ পিএম


ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির দুদিনের কর্মসূচি

বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির’ উদ্যোগে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৬ টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত ও টাংগাইলের সন্তোষের উদ্দেশ্যে রওয়ানা। সকাল ১০ টায় সন্তোষে মজলুম নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধি জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। 

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন মওলানা ভাসানী মৃত্যূবার্ষিকী পালন জাতীয় কমিঢির সদস্য সচিব ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

টিএইচ

Link copied!