Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হেফাজতের ঢাকা মহানগর কমিটির পদায়ন সম্পন্ন

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৫, ২০২২, ০৮:২২ পিএম


হেফাজতের ঢাকা মহানগর কমিটির পদায়ন সম্পন্ন

দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগর কমিটির পদায়ন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁও-এ অবস্থিত মাখজানুল উলুম মাদরাসায় মহাসচিবের কার্যালয়ে এক  বৈঠকে এসিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির পদায়ন-

উপদেষ্টা মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ফারুক (লালমাটিয়া মাদরাসা) ও মাওলানা আব্দুল্লাহ (ব্যাংক কলোনী মাদরাসা, সাভার)। সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী। সিনিয়র সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী।

সহ সভাপতি মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ও মাওলানা ওয়াহিদুর রহমান (পীরজঙ্গী মাদরাসা)। সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারী। সহকারী সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা ইলিয়াস হামিদী ও মাওলানা যুবায়ের আহমাদ।

সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান (মুহতামিম, বাইতুন নূর মাদরাসা)। অর্থ সম্পাদক মুফতী কামাল উদ্দীন। প্রচার সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী। সদস্য মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জুবায়ের রশীদ, মাওলানা রাশেদ বিন নূর ও মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী।

বৈঠকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, দফতর সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর ও মিডিয়া বিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার।

ঢাকা মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহ সভাপতি মাওলানা ওয়াহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা যুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মুফতী কামাল উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী ও সদস্য মাওলানা জুবায়ের রশীদ।

টিএইচ

Link copied!