Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘বিএনপি যতই ষড়যন্ত্র করুক দেশ অনিশ্চয়তার দিকে যাবে না’

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৮, ২০২২, ০২:০২ পিএম


‘বিএনপি যতই ষড়যন্ত্র করুক দেশ অনিশ্চয়তার দিকে যাবে না’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, বিএনপি কখনও সরকারের উন্নয়ন দেখে না। দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। 

জ্বালায় জ্বালায় মরছে বিএনপি। দলটি যেভাবে চলছে, তারাই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। বাংলাদেশ কখনোই অনিশ্চয়তার দিকে যাবে না। যত ষড়যন্ত্রই করুক।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘হত্যার জন্য এতো ব্যর্থ চেষ্টার পরও শেখ হাসিনা বেঁচে আছেন এবং এত চক্রান্তের পরও ক্ষমতায় আছেন, এটাই বিএনপির অন্তর্জ্বালা।’

শেখ হাসিনা কত জনপ্রিয় সেটা নির্বাচনে টের পাবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর নিয়ে এখন আবার বিএনপির ডিফেন্সিভ মুড কেন? মনে হয় এই তো ক্ষমতায় এসে যাবো- এমন একটা ভাব ছিল! এখন সে ভাব কোথায় গেল? বলেছিল বিজয় মিছিল করবে ঢাকায়। এখন ভিন্ন সুর। জানি না এটা আবার কোন কৌশল!’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মুখে রক্ষণাত্মক, কিন্তু অন্তরে আক্রমণাত্মক শোডাউন। কাজেই আমরা প্রস্তুত আছি। খেলা হবে, ডিসেম্বরেই খেলা হবে।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক বিশ্বাসঘাতকতা না করলে খুনিদের সাহস হতো না সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার।’

ওবায়দুল কাদের বলেন, ‘পলাশীর মীরজাফরের মতো ৭৫-এর মোশতাকও তিন মাস ক্ষমতায় থাকতে পারেনি। ইতিহাস কাউকে ক্ষমা করে না।’

তিনি বলেন, ‘জিয়া খুনিদের বিদেশে পাঠিয়েছে, পুরস্কৃত করেছে। এগুলো আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে বড় অপরাধ করেছে ইমডেমনিটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। এর জবাব বিএনপি নেতারা দিতে পারেন না। প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি, তাদের নেতা জিয়া এর সূচনা করেন।’

টিএইচ

Link copied!