Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে: দুদু

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৮, ২০২২, ০২:৪৮ পিএম


বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে।

শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে। নির্দিষ্ট কোনো স্থানে নয়, ঢাকাজুড়ে সমাবেশ হবে কয়েক দিন।

তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার এতটা কোণঠাসা করেছে, যে মামলা দিয়ে বছরের পর বছর কারাবরণ করে রাখা হয়েছে। এটা স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই না।

এ সময় বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে জেলের তালা ভেঙে মুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

দুদু বলেন, ইলিয়াসসহ যাদেরকেই গুম করা হয়েছে; তাদের ফিরিয়ে দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের নির্দেশ না মানায় যেসব পুলিশের চাকরি যাবে, ক্ষমতায় আসলে তাদের পুনরায় চাকরি দেওয়ার পাশাপাশি মূল্যায়ন করা হবে।

এবি

Link copied!