Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশাল সমাবেশে হামলায় আহত বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৮, ২০২২, ১১:১৫ এএম


বরিশাল সমাবেশে হামলায় আহত বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন

পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহতাবস্থায় পটুয়াখালী দশমিনার সাবেক সাংসদ ও বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন।

সোমবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে মোটরসাইকেল যোগে পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার পথে শিয়ালদহ বাজার এলাকা অতিক্রমকালে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। এতে শাহজাহান খানসহ তার সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন এবং এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

টিএইচ

Link copied!