Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ছাত্রলীগের শীর্ষ দুই পদের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২২, ০১:০৯ পিএম


ছাত্রলীগের শীর্ষ দুই পদের মনোনয়ন ফরম বিতরণ শুরু

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ফরম সংগ্রহ বুধবার (৩০ নভেম্বর) থেকে শুরু হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ছাত্রলীগ। সংগঠনটির সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন ও শামস-ই-নোমান এ নির্দেশ দিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে হয়েছে, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের বুধবার (৩০ নভেম্বর) থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ছাত্রলীগের অনলাইন কমিউনিটি ওয়েবসাইট (https://bsl.community) থেকে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো।’

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে (রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।

টিএইচ

Link copied!