Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

৪ বছর পর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২, ২০২২, ১১:০৪ এএম


৪ বছর পর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন

দীর্ঘ চার বছর পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের দুই অংশের সম্মেলন। ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দুই ইউনিটের সম্মেলন যৌথভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হবে। 

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

পদপ্রত্যাশীদের ব্যানার-পোস্টারে চেয়ে গেছে পুরো নগর। রাজধানী ঢাকার ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন ঘিরে উজ্জীবিত সংগঠনের নেতাকর্মীরা।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘিরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শীর্ষ পদ নিজের অনুকূলে নিশ্চিত করতে মরিয়া পদপ্রত্যাশীরা। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন।

প্রতিবছর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত তিন বছর করোনার কারণে সময়মতো অনুষ্ঠিত হয়নি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন।

এর আগে ৬ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের পাশাপাশি ২ ডিসেম্বর ঢাকার দুই মহানগরের সম্মেলনের দিনক্ষণও ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এবার নতুন কমিটিতে শীর্ষপদপ্রার্থী ৩৪০ জন। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৮৭ জন এবং দক্ষিণে ১৫৩ জন।

টিএইচ

Link copied!