ডিসেম্বর ৬, ২০২২, ০৯:৫৩ পিএম
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগ কথায় নয় কাজে বড়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগের আগামীর নেতৃত্বকে আগাম শুভেচ্ছা জানিয়ে আল নাহিয়ান খান জয় বলেন, আজকে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। নতুন নেতৃত্বের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।
জয় বলেন, জাতির পিতা জীবন-যৌবন দিয়ে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ গঠন করেছিলেন। ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরিচালিত হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সারথি হিসেবে ছাত্রলীগ কাজ করছে। শিক্ষার্থীরা যখনই সমস্যার সম্মুখীন হয়, ছাত্রলীগ সমস্যা সমাধানের জন্য কাজ করে।
তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হয়। ছাত্রদলের নেতারা পরীক্ষার হলে না এলে ওইদিন পরীক্ষাই হতো না। সেই ছাত্রদল তৈরি করেছিল খুনি জিয়া। বিএনপি একটি মুখোশধারী দল। তরুণ সমাজ এই দল চায় না।
এবি