Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ফখরুল-আব্বাসকে গ্রেপ্তারে লেবার পার্টির নিন্দা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৯, ২০২২, ১১:৪৪ এএম


ফখরুল-আব্বাসকে গ্রেপ্তারে লেবার পার্টির নিন্দা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান। 

এছাড়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ যুব মিশন আহ্বায়ক মোহেব্বুল্লাহ আল মেহেদী ও সদস্য সচিব মো. সৈকত চৌধুরী এবং বাংলাদেশ ছাত্র মিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর তার স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘ডিবির চারজনের একটি দল বাসায় প্রবেশ করেছিল। বাকিরা নিচে ছিল। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জানতে চেয়েছিলাম ওনাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। ওরা বলেছে, দুই-তিনটা মামলা হয়েছে।’

টিএইচ

Link copied!