ডিসেম্বর ৯, ২০২২, ১২:৪২ পিএম
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপিকে সমাবেশ করতে অনানুষ্ঠানিকভাবে মিরপুর বাংলা কলেজ মাঠ নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের বিষয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিএনপির দুই শীর্ষ নেতার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।
এর আগে বিএনপি সমাবেশের জন্য কমলাপুর মাঠের কথা প্রস্তাব করে, অন্যদিকে ডিএমপি মিরপুর বাংলা কলেজের মাঠ প্রস্তাব করেছে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, `তারা প্রস্তাব করেছেন মিরপুরের সরকারি বাংলা কলেজ মাঠ। আমরা সেখানে যাবো, পরিদর্শন করব। তারপর সিদ্ধান্ত নেবো।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় বাংলা কলেজের মাঠ পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ একটি প্রতিনিধি দল।
টিএইচ