Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আবারও পুলিশ কমিশনার অফিসে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৯, ২০২২, ০১:৫৫ পিএম


আবারও পুলিশ কমিশনার অফিসে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

আবারও শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ২ টা ঢাকা মহানগর পুলিশ কমিশনার অফিস যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। ঢাকা বিভাগীয় গণ সমাবেশ নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা হবে বলে জানান বিএনপি।

প্রতিনিধি দলে থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতেও ডিএমপি অফিসে মহানগর পুলিশ কমিশনারের সাথে বৈঠক করেন। এসময় কমলাপুর স্টেডিয়াম বা মিরপুর বাংলা কলেজ মাঠে সমাবেশ করার বিষয়ে আলোচনা হয়। 

এদিকে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উদ্বুদ্ধ পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণ ও আগামীকালকের ঢাকা বিভাগীয় গণ সমাবেশের স্থান নির্ধারণে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

টিএইচ
 

Link copied!