Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফজরের পরেই নেতাকর্মীদের পাহারা দিতে বললেন নানক

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৯, ২০২২, ০৬:০২ পিএম


ফজরের পরেই নেতাকর্মীদের পাহারা দিতে বললেন নানক

১০ ডিসেম্বর ফজরের নামাজ পড়েই নেতাকর্মীদের ঢাকা শহর পাহারা দিতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি এই নির্দেশনা দেন।

বিএনপির সমাবেশ ঘিরে ঢাকার বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে নানক বলেন, আতঙ্কের কোনো কারণ নাই। আওয়ামী লীগ পাহারা দেবে।

তিনি বলেন, বিএনপি কারও গায়ে হাত দিলে তা ভেঙে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। ফজরের নামাজ পড়ে পাহারা দিতে হবে। ওরা যেন কোনো উচ্চবাচ্য করতে না পারে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির গাত্রদাহ রয়েছে। ওরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে না। এখন তাদের গোলাপবাগ মাঠে যেতে হচ্ছে।

এবি

 

Link copied!