Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিএনপির সমাবেশের প্রধান অতিথি মোশাররফ, সভাপতি আমান

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১০, ২০২২, ১০:১০ এএম


বিএনপির সমাবেশের প্রধান অতিথি মোশাররফ, সভাপতি আমান

শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটি।

সংশ্লিষ্টরা জানান, শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিতব্য সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

এছাড়া সমাবেশ সঞ্চালনা করবেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। 

টিএইচ

Link copied!