Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

১০ ডিসেম্বরের ঢাকা ছিল ত্রাসের নগরী: গয়েশ্বর

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১২, ২০২২, ০৩:২২ পিএম


১০ ডিসেম্বরের ঢাকা ছিল ত্রাসের নগরী: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গত ১০ ডিসেম্বর ঢাকা ছিল ত্রাসের নগরী ।

সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, গত ১০ ডিসেম্বর সাধারণ মানুষকে রিকশা থেকে নামানো, মোবাইল চেক করাসহ এমন কোনো অপকর্ম নেই, পুলিশ ও আওয়ামী লীগ করেনি। সেদিন ঢাকা ছিল ত্রাসের নগরী।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশের কথা বার বার বলেছি। কিন্তু সরকার আতঙ্ক ছড়িয়েছে। তারা নানাভাবে চেষ্টা করেছে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে। সে কারণেই আজকে বিজয়ের মাসে আমরা আনন্দ করতে পারছি না।

বিএনপির এই নেতা বলেন, খেটে খাওয়া মকবুলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন তার পরিবারকে দিয়ে বিএনপির বিরুদ্ধে হত্যা মামলা রুজু করানোর চেষ্টা চলছে।

গয়েশ্বর বলেন, সেদিন পুলিশের টিয়ারশেল ও গ্যাস নিক্ষেপে আমার মনে হয় সবার চোখ জ্বালা করছে, আমারও করছে। আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে এবং চোখে ওষুধও নিতে হয়েছে।

এবি

Link copied!