Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইশরাকের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৩, ২০২২, ০২:২৩ এএম


ইশরাকের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে বলে রাত একটা ৫০ মিনিটে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

একই বিষয়ে দলটির আরেক মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন,খবর পেয়েছি পৌনে দুইটায় দিকে বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের গোপীবাগ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশির করতে প্রবেশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাত সোয়া দুইটায় ইশরাকের গাড়ির চালক আব্দুর রশিদ আমার সংবাদকে বলেন, রাত দেড়টা থেকে শুরু হয়ে সোয়া দুইটা পর্যন্ত অভিযান চলছে। এখনো চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানাতে পারবো।

ঐ বাসায় মিসেস সাদেক হোসেন খোকা ও তাদের দুই ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন তার ছোট ভাইসহ অন্যরা বসবাস করেন।

 

ইএফ

Link copied!