ডিসেম্বর ১৩, ২০২২, ০৩:১১ এএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সিটিসিটির ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানায় দলটির প্রচার বিভাগ।
ক্ষুদে বার্তায় বলা হয়, `বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে`।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পোস্টে জানান, "আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।"
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামি। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।
ইএফ