Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

যে কর্মসূচি ঘিরে নয়াপল্টন উত্তপ্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৩, ২০২২, ১০:১২ এএম


যে কর্মসূচি ঘিরে নয়াপল্টন উত্তপ্ত

নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আজ মঙ্গলবার বেশ কয়েকটি কর্মসূচিতে আবারো উত্তপ্ত হয়ে পড়েছে। জড় হচ্ছে বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। তাদেরকে দেখা গেছে সতর্ক অবস্থানে।

কর্মসূচির মধ্যে রয়েছে এলডিপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস পরিদর্শন করতে আসছেন। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় দলীয় কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে আসবেন, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর বিক্রমসহ ১১টি রাজনৈতিক দল।

অন্যান্য দলের মধ্যে রয়েছে- বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ ইসলামিক পার্টি, ইসলামী ঐক্য জোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি, বাংলাদেশের সাম্যবাদী দল, জমিয়তে উলামায়ে ইসলাম।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি‍‍’র দাবিতে ১৩ ডিসেম্বর দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান। পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

কেএস 

Link copied!