Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

১৩ দফা বাস্তবায়ন সম্মেলনে হেফাজতের প্রস্তুতি সভা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৪, ২০২২, ০৩:৫৫ পিএম


১৩ দফা বাস্তবায়ন সম্মেলনে হেফাজতের প্রস্তুতি সভা

হেফাজতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, হেফাজতের ১৩ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টায় সম্মেলন শুরু হয়ে চলবে দুপুর পর্যন্ত।

এতে সভাপতিত্ব করবেন হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সম্মেলন সফলে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল মাদরাসায় বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক  মাওলানা মীর ইদরীস, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি  মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা যুবায়ের, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মুফতী কামাল উদ্দীন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমাদ,   মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা যুবায়ের রশীদ, মাওলানা যুবায়ের আহমাদ, মাওলানা রাশেদ বিন নূর, মাহফুজ খন্দকার, মাওলানা আফসার মাহমুদ প্রমূখ।

তারা বলেন, আমরা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ: ঘোষিত হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন, হেফাজতের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার, কারাবন্দী হেফাজত নেতাকর্মীদের দ্রুত মুক্তি, জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সঙ্কোচনের প্রতিবাদ, পাবলিক পরীক্ষায় ধর্ম বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষার ব্যবস্থা করা এবং জাতীয় শিক্ষা কমিশনে হক্কানি আলেম প্রতিনিধি রাখার দাবিতে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। তারা জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামার প্রতি উদাত্ত আহ্বান জানান।

এবি

Link copied!