ডিসেম্বর ১৭, ২০২২, ০৫:০০ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিপুল সংখ্যক নেতা-কর্মী। সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া শোভাযাত্রাটি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
রাজধানীর পাশাপাশি সারা দেশে একযোগে এ বিজয় শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। সেই অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
লাল-সবুজ পোশাক পরে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও এর আশপাশের জড়ো হয়ে থেকে কর্মসূচি শুরু করেন। ঢাকঢোল পিটিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের অগ্রসর হতে দেখা যায়।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এই শোভাযাত্রার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যথাযথ মর্যাদায় সারা দেশে মহান বিজয় দিবস আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
টিএইচ