Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিএনপির অফিস তল্লাশি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৯, ২০২২, ০২:৪৯ পিএম


বিএনপির অফিস তল্লাশি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

বিএনপি অফিস থেকে তাজা বোমা, ক্যাশ টাকা, লাঠি সোটা, বস্তা বস্তা চাল পাওয়া গেছে। সেখানে তল্লাশি হবে সেটাই স্বাভাবিক, এমনটা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বলেন, বিএনপি অফিসে তল্লাশি নিয়ে অতিরঞ্জিত বক্তব্য রাখছে বিএনপি নেতারা। এ নিয়ে তাদের অভিযোগ সঠিক নয়।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের কথা বলছে বিএনপি। এমন সংস্কারের মাধ্যমে তারা আবার জিয়াউর রহমানের মার্শাল ল চায় কিনা সেটাই প্রশ্ন।

তিনি বলেন, মার্কিন প্রশাসনসহ বিশ্ব নেতারা যখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে, এই পরিস্থিতিতে বিএনপি যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে তখন মানুষ ভাবে, আবারও বিএনপি দেশে মার্শাল ল ফিরিয়ে আনার পক্ষে।

টিএইচ

Link copied!